Spread the love

নৃপেন্দ্রনাথ মহন্তের দুইটি কবিতা 
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
প্রথম কবিতা :
আমি একা
***********
আমার বুঝি সময় হয়ে এলো
চলছি অন্ধ তোমার পিছুপিছু
তোমার ভাণ্ডে দেবার কিছু নেই
নেবারও কি আছে তেমন কিছু?
অন্ধকারে অন্ধ কারে খোঁজে?
মেঘের সাথে মেঘের কানাকানি
আলো তো তারে দেখায় নাকো পথ
সৌদামিনী দেয় শুধু হাতছানি।
আমার ঘর নীরবতার দান
মনের মাঝে কাঁটাতারের বেড়া
রং-তুলির নেই মোটেই ভাব
প্রতীক্ষায় শিকারি বেড়ালেরা।
আকাশের বনে দাবানল জ্বলে
আমি একা চেয়ে থাকি অপলক
বিক্রম যে কোথায় হারিয়ে গেলো
আমারো ছিল চাঁদে হাঁটার শখ।
***************************
কোজাগরী মা
***************
কে জাগে রে-এ-, কে জাগে এই রাতে?
বলে দেবীজী ঘোরেন  ঘরেঘরে
ধনিক-বণিক সকলেই জাগে
গরিবগুরবো ঘুমোয় অঘোরে।
ন্যাংটোরা তো বরাবর নির্ভয়
ধনদৌলত নেই তাদের কিছু
তাই তাদের নেই চুরির ভয়
ঘুমোয় তারা চাঁদের পিছুপিছু।
তেলা মাথায় তেল দিতে ওস্তাদ
পদ্মে জন্ম পদ্মেই আসীন তিনি
অমৃতভাণ্ড রয়েছে তাঁর হাতে
তাঁকে তো আমরা হাড়ে হাড়ে চিনি।
‘মা-মাগো’ বলে বৃথাই তাঁকে ডাকি
আসলে তো তিনি ধনবানের মা
সত্যি সত্যি গরিবেরও মা হলে
গরিব কেউ বেকার থাকতো না।
****************************
Nripendranath Mahanta
Vill. & Post-HEMTABAD
Dist.-Uttar Dinajpur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *