কবিতা:- নাম বিহীন
কলমে:- মিলন পুরকাইত।
হে বন্ধু ভুলে থাকা কি তোদের ধর্ম
পিছে পেলে সব জড়তা।
মনে পড়ে কি এমন স্মৃতি
যা তোদের চোখ কে ঝাঁপসা করে তুলে
তবু্ও তোরা থাক সুখে
আমি গাই তোদের গীতি
ও বন্ধু….. ও বন্ধু।
সকালের শালিক কিনবা দোয়েল ডাকে নাই
আহা!!ডেকেছিলাম তুই আমি সে
মনে পড়ে কি হে বন্ধু। হে বন্ধু হে।
ঝুপড়ি ঝাড় থেকে উঠে আসা বাঘও
থামাতে পারেনি আমাদের
অথবা ভিন্ন কৌশলে পেলতে ফান্দে,
যথাযথ পরিশোধ নিয়েছিলাম
লক্ষ্য করে দেখলাম সেই ফান্দে পড়ে
নিজেই কাঁন্দে।
নিধারুন নির্মম বাস্তবতা
বন্ধু থেকে প্রেমিকা বড়
আহা! বন্ধু থেকে প্রেমিক বড়??
নিসন্দেহে প্রশ্ন জাগে
স্তব্ধ শরীর আস্তা।
নাই কথা বড়ই ব্যস্ততা
ভুলে যাই বন্ধু নাকি
বই চাই।
বই পরম বন্ধু হাজার বইও ভাল
তার চেয়ে ভাল বন্ধু
একটাই হাজার লাইব্রেরীর সমতুল্য।
কেমন বন্ধু খুঁজি?
ঠিক তেমন একটা
যেমনটা লাইব্রেরী হবে
সোজাসুজি।