** নষ্ট মানুষ **
ইব্রাহিম সেখ,
রাজারামপুর,মুর্শিদাবাদ (পঃব)
নয়নে নরক নাচে বাক্যবাণে বিষ
দুষ্টমতি পাপ আত্মা ছুটে অহনিশ।
কালো মনে অভিনয়ে সমাজের পতি
মৈত্রী ধর্ম নষ্ট করে ঘটে অধঃগতি।
পিশাচের তরবারি শোণিত ঝরায়
বলহীন সাধুজন অকালে হারায়।
মধুমাখা সাধু কথা শুন মজাদার
অলক্ষ্যে আঘাত হানে, করে ছারখার।
শাস্ত্রবাক্য নীতিকথা মায়াবী ভাষণ
স্বার্থের কারণে করে কবর খনন।
কামরোগে কালোমুখে পুড়ায় রমণী
আধুনিক দৌত্যগণে জ্বালায় ধরণি।
আস্তিনে লুকান ছুরি দেখা নাহি যায়
নরপশু নরমাংস দশনে চিবায়।
অপহরণ পরধন নিত্য অত্যাচার
হৃদয়ে বিষবৃক্ষ – ফল ভ্রষ্টাচার।
ত্রিজগত হাতে চায় এতো শক্তিধরে!
শক্তি আর অর্থবলে ক্রুর কর্ম করে।
দেবতা সাজতে চায় স্বর্গ মর্ত ক্রয়ে
সর্বজন -জনগণ মুখ বুজে ভয়ে।
যখন জাগবে সবে ভাঙবে প্রাসাদ
চূর্ণহবে স্বপ্নরাজ্য গুনবে প্রমাদ।
চিরদিন রইবেনা মাটির এ তনু
একদিক হয়ে যাবে ক্ষুদ্রকায় অণু!!
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱