নজরুল
তীর্থঙ্কর সুমিত
::::::::::::::::::::::::
ইচ্ছে পাখি উড়তে জানে
গাছের ডালে ডালে
ভালোবাসায় লিখতে পারে
সব যুগেরই কালে।
গহীন রাতে বাক্য বসায়
শব্দ বসায় গানে
সেই আগুনে পুড়ছি আমি
ভালোবাসার টানে।
শক্তি আনে হাতের মুঠোয়
নয়কো কোনো ভুল
পাতায় পাতায় আজও আঁকা
আমাদের নজরুল।