Spread the love

নগর প্রথা
********

কলমে- সুব্রত মিত্র

============+

মিশবে প্রহর খানিক পরে
অর্থ ভরে সময় নড়ে
জীবন এখন সুদের কসাই
সুদ আসল ভুলে গিয়ে
          জীবন প্রাণ বাঁচাতে ছুটছে সবাই

ছুটতে গিয়ে পড়ছে ফাঁদে
যাচ্ছে জীবন অপঘাতে
মোমের মালায় ঔষধি গান
টাকার ফিতেয় ঝুলছে প্রাণ;
                       ডাক্তারই আজ ভগবান,

চতুর নগর;ফতুর কড়ি
দুর্ভিক্ষ আজ আকাশ সমান;
                  ভগবান তোর মাথায় বাড়ি
ভাগ্য লেখে পাপের নেতা
দেশের তরে যাচ্ছে ভরে;
                      ভুগছে তাই আমজনতা,

রাখছি লিখে মনের পাতায়
পৃথিবীর নাম চিতার খাতায়;
চিতার ধোঁয়ায় আকাশ কালো
কাঁদছে উমা;কাঁদছে ঊষা;
               এই শরতের নিভবে আলো,

পাপ লীলার এই চরম প্রান্তে
পুঁতে খুঁটি সাজায় গুটি
                     নিরালায় কেউ একান্তে
আমি মানুষ;তুমি মানুষ;
               মানুষ আছে দুনিয়া বোঝাই
অভ্যাসের ঘোরে গর্ত খুঁড়ে
               পাপির মঞ্চ দুহাতে সাজাই।

নগর প্রথা চলছে এমন;
                    চলছে এমন জীবনভর
হাফ ছেড়ে বাঁচি আনাচেকানাচে
এই আঁধার কাটবে কি আর?
                 আসবে কবে নতুন ভোর?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *