তোমাকে প্রণাম
মনীষা কর বাগচী
=============
বজ্রকঠিন মুষ্ঠি আকাশ কাঁপিয়ে
এগিয়েছে লোলুপ দৃষ্টির দিকে
দৃপ্ত কণ্ঠস্বর তরঙ্গায়িত করেছে নিপীড়িতের হৃদয়।
পিপিলিকার মতো দলে দলে ঝাঁপিয়ে পড়েছে জ্বলন্ত আগ্নীপিন্ডে
ভয়হীন, পিছুটান হীন,
কী লেখা ছিল তোমার চোখে তোমার মুখে তোমার জীবন পাতায়?
দেশের জন্য দশের জন্য মরতেও বড় সুখ
বুঝেছিল তাঁরা ছুঁয়েছিল যারা ঐ বুক।
ভালোবাসা ভালো বাসা মা মাটি মা
শাখাপ্রশাখা বিস্তার করেছিল মনে
ফুটিয়েছিলে ফুল
হয়নি ভুল।
তবু দেশ পেলনা দেখা
জানানো হলো না শ্রদ্ধা
পরানো হলো না মালা
গুমনামীর আঁধার গ্রাস করলো সূর্যকে…
কী করে সম্ভব?
বড় যন্ত্রণা!
এই খোঁচা রক্তাক্ত করতে থাকবে মায়ের হৃদয়
হে বীর সেনানী তোমাকে প্রণাম
তোমাকে প্রণাম।।