দেখা (সনেট)
🌱🌱🌱
তপন কুমার তপু।
🌱🌱🌱
🌱🌱🌱
হৃদয়ের কাছে কাছে শুনিবার বার,
আমি বা কে বল জগতেআমি বা কার,
পৃথিবীর কাছে করি প্রশ্নটা আমার।
আমি বা কে বল জগতেআমি বা কার,
পৃথিবীর কাছে করি প্রশ্নটা আমার।
কি যে কাজ কি বা করি এ জগতে হায়,
কেনই বা জন্ম হলো জগতে আমার,
নিরব নিঃশব্দে কেন প্রাণ হারায়।
কেনই বা জন্ম হলো জগতে আমার,
নিরব নিঃশব্দে কেন প্রাণ হারায়।
ভেবেছি কত যে আমি একাকী জীবনে
শব্দ শূন্য মনিহার পরেছি গলায়
বিবেক বলে না আমায় থাকে আনমনে।
শব্দ শূন্য মনিহার পরেছি গলায়
বিবেক বলে না আমায় থাকে আনমনে।
কেন বা প্রাণটা আসে প্রাণ চলে যায়
পৃথিবীর গ্রহ থেকে গ্রহ গ্রহান্তরে,
আমার আমিত্ব নিয়ে কোনবা আশায়।
পৃথিবীর গ্রহ থেকে গ্রহ গ্রহান্তরে,
আমার আমিত্ব নিয়ে কোনবা আশায়।
কিবা পায় কিবা হারায় একাকী একা,
স্বর্গ নরকে কি কারো হয় বল দেখা।
##৳৳৳৳৳৳#৳৳৳৳৳৳৳#
স্বর্গ নরকে কি কারো হয় বল দেখা।
##৳৳৳৳৳৳#৳৳৳৳৳৳৳#
সহজ সরল কথায় ভূতভবিষ্যৎ দর্শন ব্যক্ত করেছেন। শব্দের ব্যাঞ্জনা আত্মোপলব্ধিতে আরও গভীরভাবে প্রকাশ করতে পারলে ভালো হতো।