কবিতা : জীবন
কবি : শ্রী অভিষেক অধিকারী
মুঠো মুঠো গল্প দিয়ে রোদ্দুর এঁকে যাই,
অথবা একটা রাত্রি কণার ব্যঙ্গ।
ছেঁড়া ছেঁড়া আকাশে ভাবনা মালার প্রবাহ
আমাকে গল্প শোনাতে পারে না।
কাফকার ভাষা নিয়ে দোলনায় চড়তে গিয়ে দেখি
ওটা উড়ে গেছে।
অথবা ব্যঙ্গ করছে,
আমার গল্পকে।
দর্শনের ভাষা দিয়ে আমি একটা গোটা বাগান সাজাতে পারি। সেই বাগানে নির্বাচিত কবির
মৌতাতে স্বপ্ন ভঙ্গ হয়ে ভাষা আর লিপি গুলো
যন্ত্রণায় কাতরাতে থাকে।
আপনার ব্যঙ্গায়িত বারান্দায় খেলা করা মাংসল
পাখিগুলো ভালবাসা চিনতে চায়না।
কোন মনজগতের জীবনের খেলা দ্বন্দে জড়িয়ে
দিতে পারে জাগতিক জীবনকে।
চুরুটের শেষ ছাইটুকু দিয়ে সেই দ্বন্দ নিয়ে একটা
উপন্যাস রচনা করি। তবে তাতে মাংসল পাখিদে-
– র উড়ে চলার গল্পটুকু থাকে না।
*********************************
সংক্ষিপ্ত পরিচয়
নাম : শ্রী অভিষেক অধিকারী
নিবাস : কল্যানী, নদীয়া
পেশায় ইতিহাস গবেষক, ২০ টি সেমিনারে পেপার পাঠ করেছেন, ১২ বার জার্নালে লেখা প্রকাশিত হয়েছে।
দুটি সম্পাদিত গ্রন্থে লেখা প্রকাশিত হয়েছে,
ইতিহাস অনুসন্ধান ২৩, চন্দন নগর দর্পণ।
বিভিন্ন যায়গায় বক্তা হিসাবে আমন্ত্রিত, নেশা লেখালেখি করা, সমান্তরাল পত্রিকা, মুক্ত বলাকা, লেখাঘর সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে আর মৈত্রীদূত বলে অফলাইন সাহিত্য পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে।
সমান্তরাল সাহিত্য পত্রিকা থেকে দুবার সেরা কবি নির্বাচিত হয়েছেন।
বর্তমানে আলোর ঠিকানা সাহিত্য গ্রুপ বলে অনলাইন সাহিত্য গ্রুপের সম্পাদক। আলোর ঠিকানা সাহিত্য গ্রুপ থেকেও পাঁচটি ই-পত্রিকা প্রকাশ করেছেন
*****************************