জীবন শিল্পী নজরুল
✍️ হরিহর বৈদ্য✍️
****************
———————————
জাতপাতের ঊর্ধ্বে তিনি চেতনার নজরুল
জীবন যুদ্ধের মহা সারথী তিনি বেহেস্তের ফুল।
১৮৯৮ সালের ২৫ মে জন্ম বর্ধমানের চুরুলিয়া গ্রামে,
১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯ শে আগস্ট ঢাকায় গেলেন অন্তর্ধানে।
তার লেখনি এনেছিল বিপ্লব সেদিন সমাজ পরে,
তাইতো তাকে যেতে হয়েছিল ইংরেজ কারাগারে।
ছোটবেলাতে মারা যান বাবা ফকির আহমেদ,
পড়াশোনাতে ছিল তার ভীষণ রকম জেদ।
সংসার ভার কাঁধে এলো তার পড়াশোনা গেল থেমে,
সার্থক হলো দুখুমিয়া নাম দুঃখের বোঝা নিবে।
পালা গান,লেখা, যাত্রাপালাতেও করতেন অভিনয়,
তারি মাঝে প্রেম জাল বুনে হল তার পরিণয়।
যৌবনে তিনি যোগ দিয়েছিলেন দেশের সেনাদলে,
ছেড়ে দিয়ে তা ফিরিয়া একা লেখার কলম ধরে।
কত গান, কবিতা, রচিল সবই তা যেন অমূল্য রতন,
সরকার তারে তাইতো পরালে উপাধি পদ্মভূষণ।
মানুষ আজও চেনে তাহাকে বিদ্রোহী কবি রূপে,
বাংলাদেশ সরকার জাতীয় কবির সম্মান দেন তাকে।