চৈতন্য
অভিজিৎ দত্ত
আদি যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত
অনেক লেখালেখি হলো
অনেক মহাপুরুষদের
আর্বিভাব ও হলো
শ্রেষ্ঠ জীব মানুষের
কিছু পরিবর্তন হলো?
পূর্বের লোভ, হিংসা ও দূর্নীতি
যেভাবে মানুষকে গ্রাস করেছিল
আজও কী মানুষ
তার থেকে মুক্ত হলো?
মানুষ এক চৈতন্যময় সত্তা
নিজের স্বরূপকে কী
সে বুঝতে পারলো?
রামকৃষ্ণদেব বলেছিলেন
তোমাদের চৈতন্য হোক
ঠাকুরের সেই বাণী
আমরা কতটুকু মানি?
আজ একবিংশ শতাব্দীতে এসে
কে যেন কানে,কানে বলে
কবে তোমাদের চৈতন্য হবে?
কবে তোমরা সত্যিকারের
মানুষ হবে?
মানুষ যদি ঘুমিয়ে থাকে
চেতনা কী জাগবে?