✍️চিত্রগুপ্তের বাসনা পূরণ✍️
🌾অঞ্জলি দে নন্দী, মম🌾
মিষ্টার চিত্রগুপ্ত।
মনে আছে
এক বাসনা তাঁর সুপ্ত।
চিরকালই মর্ত্যের সবায়ের কাছে
তিনি বড্ড খারাপ!
শুধু প্রাণ নেওয়াই তাঁর কাজ।
তাই হৃদয়ে তাঁর এক নব ভাবনা এলো আজ।
প্রাণ হরণ করে
উনি আর করবেন না পাপ।
পূজিত হবেন তিনিও মর্ত্যের ঘরে ঘরে ঘরে।
তাই উনি বদলে ফেললেন চির ভুল মৃত্যু আইন।
ঘোষণা করলেন তিনি মর্ত্যলোকে,
মৃত্যুর পরে,
আমার সামনে এসে
যে দেবে ফাইন,
ফের জীবন্তরূপে মর্ত্যে ফিরবে সে,
পুনর্প্রত্যাবর্তনের হাসি হেসে হেসে হেসে।
হ্যাঁ, কি সে জরিমানা-ফাইন?
সেটা হল-এসে তাঁর যমলোকে,
মৃতের প্রেতাত্মাকে নাচাতে হবে।
তা হতে হবে,
ফ্যান্টাস্টিক, ফাইন আর্ট, একদম ফাইন!
এরপরে,
মর্ত্যের সব মানুষ সারা জীবন ধরে
শুধু নাচই প্র্যাকটিস করলো।
হতে হবে যে তা একদম ফাইন!
চিত্রগুপ্ত মহাশয়ের নব আইন।
তা মানুষকে অমর করলো।
আর তাই সব্বাই তাঁকে
মর্ত্যের ঘরে ঘরে ঘরে
অমরত্বের দেবতা বলে
পুজো করলো।
সব্বাই অন্তরের মানস পটে
তাঁর ছবি আঁকে।
অর্চনা করে
ভক্তিভরে
তাঁকে
জল পূর্ণ পুণ্য ঘটে।
আগের মৃত্যু দুঃখের মর্ত্যলোক
এখন ত্যাগ করে
ব্যাথা, বেদনা, শোক,
শুধুই আনন্দ, খুশি, সুখের পথে চলে।