গোধূলি
প্রদীপ চন্দ
তুলসীর প্রতীক্ষা শেষ হলে,
ক্লান্ত বায়স ফিরে আসে,
সবুজ রাতের ঠিকানায়,
দূরে বলাকার ঝাঁক,
ফিরে যায় কোন অজানায়,,,
পারানির শেষ কড়ি,
গামছার পকেটে তুলে রাখে,
বিষন্ন নাবিক ;
শুতে যাবার আগে,
আবির জলে স্নান সেরে আকাশ,
প্রেয়সীর ঠোঁটে এঁকে যায় বিদায় চুম্বন।
আহ্নিক সেরে নেমে আসে দিবাকর ;
ধুলায় ধ্বস্ত রাখাল, ,
কনে দেখা আলোয়,
ক্লান্ত দিনের ঘাম মুছে নেয়,
সলতে পাকাতে ব্যস্ত দুটি হাত,
আছে তার প্রতীক্ষায় ;
মনখারাপি ছায়ার ধূসর আঁচলে,
মুখ ঢাকে চরাচর
নিঃসঙ্গ করুণ চোখ দুটি,
ভিজে যায় শিশিরের বিরহ বিষণ্নতায়,
মন কেমনের উদাসী সুর,
সাধে বাতাসের তানপুরা,,,
""""" // """"
কাব্যিক ভাবপ্রকাশ। কবির জন্য শুভ কামনা।