Spread the love

গান:- আমার হৃদয় নেই কাছে
     ,,,,,,,,,,,,,,,,,
          ওয়াহিদা খাতুন 

আমার হৃদয় ডুব দিয়েছে
তোমার মনের মাঝে,,,,,,,
আমি নালিশ জানাবো কার কাছে ?
আমার হৃদয় নেইতো আমার কাছে।

ভালোবাসার চোরাবালি;
আমায় গিলে করলো ফালি;
যতো টানি আমার দিকে—-
পারিনি তো কাছে নিতে—-
সে কী আর আমার আছে?
আমি নালিশ জানাবো কার কাছে?
আমার হৃদয় নেইতো আমার কাছে —।।

সঞ্চারী

এইভাবে কি আর বাঁচা যায়,
স্বপ্ন শুধু দুচোখে ব্যথার জল ঝরায়।

ধিকিধিকি মনের আগুন,
দিনে-দিনে বাড়ে দ্বিগুণ ;
শুনলে লোকে বলবে বাজে—
মিথ্যা হাসি লোকের মাঝে,
আমি নালিশ জানাবো কার কাছে? 
আমার হৃদয় নেইতো আমার কাছে—।।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
রচনাকাল:- ১৪/১২/২০২৩ সন্ধ্যা রাত ০৯ টা বেজে ৩২ মিনিট। (গান নং ১৩০)।
*****************************
লেখক পরিচিতি:
ওয়াহিদা খাতুন ( Wahida Khatun): একটি উচ্চমাধ্যমিক স্কুলে সাহিত্যের শিক্ষিকা ও সম দায়িত্বে একজন কবি, গীতিকার। মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত। ২০২১ সালে অডিশনে পাস করে Zodiak Muzik কোম্পানীর স্টাফ গীতিকার গ্রুপের একজন হয়েছেন। প্রায় আড়াইশ প্রতিযোগীর মধ্যে পাস করা মাত্র পনেরো জনের মধ্যে উনিও একজন। কলিকাতার এক প্রকাশনী থেকে বেরুচ্ছে এক শত কুড়িটি বাংলা সনেটের সংকলন গ্রন্থ। ” ভয় ” এই পূর্ণ দৈর্ঘের সিনেমায় দুটি গান লিখেছেন। সিনেমা রিলিজড হয়েছে ২০২৩, এপ্রিলে। সিনেমা ও ইউটুবে রিলিজ হওয়া অনেক গান ইউটুবে পাবেন। অয়ন্তিকা চক্রবর্তী, বিদুষী হৈমন্তি শুক্লা, কুমার চঞ্চল, সুপ্রীতি বিশ্বাস হালদার, মৌ আচার্য, শৈবাল চৌধুরি, প্রমুখ অনেকেই ওয়াহিদার গান গেয়েছেন ও গাইছেন। প্রথম প্রকাশিত বাংলা গান ” কেনো কাঁদো মা গো আমার “, সুর আর-কে-পাল, Mother voice : অয়ন্তিকা চক্রবর্তী, ও প্রথম প্রকাশিত ইংরেজি গান ” We are all brothers in the world “, Music ; Kumar Chanchal, Mother Voice : Mou Acharjee. দিয়েই সংগীতের মাঠে নেমেছিলেন। তারপর পরপর পথ চলেছে। সাহিত্যের বহু বিষয়ে কাজ করতে চান। ২০২৩, নভেম্বরে, কবিতা ও সঙ্গীত রচনার জন্য আসামে পেলেন আন্তর্জাতিক স্বর্ণ পদক, মাদার টেরেজা গোল্ড এওয়ার্ড ও ড. ভূপেন হাজারিকা স্মৃতি সম্মাননা স্মারক। বিভিন্ন পত্রপত্রিকা, সংকলন ও ওয়েবসাইটে উপস্থিত।
———————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *