"খোসবাগে সিরাজ"
-- অরবিন্দ সরকার।
আলীবর্দীর চরনে শায়িত সিরাজ,
লুৎফুন্নেসা বেগমের স্নেহের নবাব,
ভাগীরথী বয়ে যায় ইতিহাস আজ,
বেগমের কান্নারোলে বিদ্রোহী জবাব।
ওপারে মীরজাফর ব’সে মসনদে,
অঙ্গুলি হেলনে তার সন্তান মীরণ,
সিরাজ নাশে পশ্চিমে রক্তসূর্য্য খাদে,
ব্রিটিশের পদানত ভারতের ধন।
লুৎফুন্নেসা বেঁচে আছে শুয়ে পদতলে,
সিরাজের একমাত্র বেগম হিসেবে,
হত্যালীলার ইন্ধনে সব প্রতিকুলে,
খোসবাগে ধূপবাতি সমাধির শবে।
পলাশী প্রান্তরে খেলা স্বাধীনতা হারা,
নেমকহারাম দেউড়ি দেশ হাতছাড়া।