ক্ষণিকের কারবার
আগন্তুক (মনোরঞ্জন ঘোষাল)
সাড়ে তিন হাত ভূমি পাইয়াছি
সাথে এক খানি খাট
ফাঁকা ধূ ধূ মাঠে বাঁসা খানি মম
নাহি পড়ে ঝাঁট পাট!
কেহ দৈবাৎ সাজায় আমারে
জ্বালে ধুপ মোমবাতি
বাকি ক্ষণ থাকি আঁধারিতে আমি
কিবা দিন কিবা রাতি!
সবিতো আমার দিয়েছি ওদের
ওরা কী ভাবে আমায়?
সঙ্গ আমার সবাই ছেড়েছে
একা আমি আজ নায়!
আমি আমি ওরা আজ করিতেছে
ও দিন আমারও ছিল
এখন ভাবি আঁধারের কূপে
যা কিছু কোথায় গেল!
ঘটমান সবই সময়ের খেলা
আমরা যে খেলোয়াড়
এক ক্ষণে শুরু এক ক্ষণে শেষ
সব ক্ষণিকের কারবার!