(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
🥀শীতকালে সকালে🥀
✍️কৃষ্ণপদ ঘোষ✍️
কনকনে ঝনঝনে
হাড় হিম বাতাসে,
ভুলো বুড়ো জড়োসড়ো
কোথা পাবে কাঁথা সে।
শুয়ে তাই ঘুম নাই
দেহ তার পাকিয়ে,
নেই তার চিৎকার
শীতটা যে জাঁকিয়ে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছোট ডানা কাঁপে ছানা
অতি শীতে সকালে,
বাঁচে প্রাণ চাই ত্রাণ
যাবে ম’রে অকালে।
তাই তার মাতা তার
মেলে দিল ডানাটি,
ডানা তলে যায় চলে
মুরগির ছানাটি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হাবু খুড়ো অতি বুড়ো
বসে রোদ্দুরে,
টুপি মাথে লাঠি হাতে
আছে হাঁটু মুড়ে।
মাফলার সোয়েটার
গায়ে সব চাপিয়ে,
নাতি তার বার বার
ছুটে আসে দাপিয়ে।
রেগে লাল দেয় গাল
লাঠি বুড়ো চাগিয়ে,
লাঠি ঠুকে গালি মুখে
দেয় তারে ভাগিয়ে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিধু বুড়ি খায় মুড়ি
দিয়ে গুড় পাটালি,
কাল তার এন্ তার
গেছে খুব খাটালি।
তাই আজ নেই কাজ
বসে রোদে আরামে,
আঁখি পাতে ঘুম তাতে
সূরযের গরমে।
রোদ পিঠে পুলি পিঠে
খেয়ে যায় ভম্বল,
বেশি খেলে শেষ কালে
হবে ঠিক অম্বল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পথ পারে এক ধারে
আছে রোদ যেখানে,
হরি বাবু শীতে কাবু
খায় চা সেখানে।
মেনি পুশি খুব খুশি
বসে তার পাশেতে,
বিস্ কুট কুট্ মুট
খাবে সেই আশেতে।
চালে কাক দেয় ডাক
মনে তার যাতনা,
মনে ভাবে সব খাবে
মেনি পুশি কতনা।
–––––
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});