কাব্যে ছবি
শ্যামল মণ্ডল
***********
কৈশোরে স্বপ্ন ছিল
দেখবো পাহাড় সাগর নদী,
আজ আমি সব দেখেছি
বলতে পারি অদ্যাবধি।
ঘুরেছি দীঘা পুরী
সিমলা ভুটান দিল্লি কটক,
দ্বারকা দমন দিউ
বৈষ্ণোদেবী অমরকণ্টক।
চড়েছি উড়োজাহাজ
পাতাল রেলে স্টিমারে,
গাঁয়েরও রূপ দেখেছি
চাষের ক্ষেতে নদীর পারে।
সে রূপের বর্ণনা সব
বই লিখেছে শ্যামল কবি,
পড়ে নেবেন ইচ্ছে হলে
সে নাম হল “কাব্যে ছবি”।