ভাত
ভুবন দা
আর নয় দলাদলি
কোনো রাজনীতি,
কঠিন সময় আজ
শুধু ভয় ভীতি ।
বড় বড় কথা নয়,
নয় কিছু অন্য,
নিয়ে এস শুধু ভাত
গরীবের জন্য ।
সব আছে জমা করা
অভাবীর ধন,
দাও ফিরে আজ ভাই
বড় প্রয়োজন ।
__________