কাটোয়া ধাম…
শ্রী বিশ্বনাথ সাহা
ভেবেছিনু রাতে
ট্রেন ধরব প্রাতে।
বসে জানলা সীটে
হাওয়া খাব মিঠে।
যাব আজ কাটোয়া
মৃদুমন্দ গঙ্গার হাওয়া।
টিকিট কাটা চাই
দাঁড়িয়ে জানালায়।
টিকিট পেয়ে সিঁড়ি বেয়ে
উঠি ট্রেন জানলা চেয়ে।
আসে পাশে যাত্রী
পিঠেতে ব্যাগ ছাত্র ছাত্রী।
কোভিডের মেনেছে বিধান
মাস্ক মুখে সাবধান।
ঝিক ঝিক ট্রেন ছুটে তাই
প্রথমে কামনারায়।
ক্ষেতিয়া পার হয়ে, ভাই
সূর্যালোক লাগে গায়।
চামর দিঘি ঐ দেখা যায়
এক এক করে পার হয়ে যায়।
করজোনা আর করজোনা গ্ৰাম
আসবে এবার কাটোয়া ধাম।
আমারুন,ভাতার ,বলগোনা
পরে আসে সাঁওতা।
ঝিক ঝিক ট্রেন ছুটে,ভাই
গাছ গাছালি দৌড়ে পালায়।
নিগণ ,কৈচর পার হয়
বনকাপাসী পৌঁছায়।
শ্রীখন্ড পার হয়ে শ্রীপৎ শ্রীখন্ড
সব শেষে কাটোয়া ল্যান্ড।
বন্ধু আমার শ্যামল বরণ নাম
দেখতে যাব নবদ্বীপ ধাম।
প্রসন্ন বদন, মন খাসা
জানাই অশেষ ভালোবাসা।
©️