কবিতা : মহাকাব্যের পাতায় অক্ষরেরা….
কবি হান্নান বিশ্বাস
বুকে সাহারার বালিয়াড়ি
তারই মাঝে এক টুকরো সাদা কাগজ
তারই মাঝে এক টুকরো সাদা কাগজ
দোয়াতের গায়ে লেগে থাকা
উচ্ছিষ্টের নির্যাশ আর নল খাগড়ার কলম
উচ্ছিষ্টের নির্যাশ আর নল খাগড়ার কলম
জীবনের মহাকাব্যে আমার হাত
বালি সরিয়ে ইতিহাসের পাতায় খোদিত
অক্ষর কুড়াই
বালি সরিয়ে ইতিহাসের পাতায় খোদিত
অক্ষর কুড়াই
অমসৃণ পাতায় নুড়ির মতো
অক্ষরেরা হারিয়ে যায়
অক্ষরেরা হারিয়ে যায়
জ্যোতির্বিজ্ঞানীরা তো কিছুই করতে পারে নি
আকাশ এখনো অধরা কতটা
আকাশ এখনো অধরা কতটা
সভ্যতার ছাকনী দিয়ে আমি তা
গোছানোর চেষ্টা করছি
গোছানোর চেষ্টা করছি