কবিতা : প্রান্ত বিহীন পথ
কবি : সজল বসু রায়
হিংসার বাতাসে ধর্মের পদবী
খুঁজে নেওয়া সমীকরণ
একখন্ড আকাশের সত্তা
বার্তায় প্রেরিত প্রতিবাদী, সমুদ্র প্রাচীন
নিভৃতে আনমনে
রক্ত দিয়ে নিকিয়েছে তার দাওয়া
মুখে শ্রেষ্ঠাংশের বুলবুলি
এ স্বপ্ন কি কোনোদিন বাস্তব হবে
না ধর্মের শিকলে
সামাজিকতার মৃত্যু দেখবে মানবতা
দাম্ভিকতার জীবন সঙ্গমে
হারিয়ে যাবে অরূপের চাওয়া পাওয়া
স্মৃতির অগোচরে
একরোখা সংবিধান
বর্বরতার দেশে ছিন্ন মস্তক
শবের ধারক যারা তারা কি সভ্যতার সন্তান
মানুষের দেহাংশের পসরা সাজানো
ফুটেওঠে খন্ড খন্ড ইতিহাস
উলঙ্গ আজ ধৃষ্টতার সাধনা
হীংস্রতার গভীরে ঢেকে থাকে সভ্যতা
কামনার বদ্ধভূমি
ঢেকেগেছে ধূলোর গভীরতায় ।।
খুঁজে নেওয়া সমীকরণ
একখন্ড আকাশের সত্তা
বার্তায় প্রেরিত প্রতিবাদী, সমুদ্র প্রাচীন
নিভৃতে আনমনে
রক্ত দিয়ে নিকিয়েছে তার দাওয়া
মুখে শ্রেষ্ঠাংশের বুলবুলি
এ স্বপ্ন কি কোনোদিন বাস্তব হবে
না ধর্মের শিকলে
সামাজিকতার মৃত্যু দেখবে মানবতা
দাম্ভিকতার জীবন সঙ্গমে
হারিয়ে যাবে অরূপের চাওয়া পাওয়া
স্মৃতির অগোচরে
একরোখা সংবিধান
বর্বরতার দেশে ছিন্ন মস্তক
শবের ধারক যারা তারা কি সভ্যতার সন্তান
মানুষের দেহাংশের পসরা সাজানো
ফুটেওঠে খন্ড খন্ড ইতিহাস
উলঙ্গ আজ ধৃষ্টতার সাধনা
হীংস্রতার গভীরে ঢেকে থাকে সভ্যতা
কামনার বদ্ধভূমি
ঢেকেগেছে ধূলোর গভীরতায় ।।
—————————————–
সজল বসু রায় , আসানসোল