কবিতা : বন্ধু
কবি : শ্যামল মন্ডল
ইচ্ছে ডানায় ভাসছি বলেই
লিখছি বসে কবিতা,
মন চলেছে দুর দেশেতে
মন চলেছে দুর দেশেতে
দিচ্ছে মধুর বারতা।
বন্ধু বিহীন জীবন গহীন
বন্ধু বিহীন জীবন গহীন
তাইতো ছিলাম অধীনে,
আজকে আবার বন্ধু পেতে
আজকে আবার বন্ধু পেতে
ফিরেই গেলাম যৌবনে।
ঘুরছি একা দিক-বিদিকে
ঘুরছি একা দিক-বিদিকে
বন্ধু কোথায় পাই যে ,
যেদিক তাকাই শূন্য সেদিক
যেদিক তাকাই শূন্য সেদিক
বন্ধু কোথাও নাই যে।
স্বার্থ নিয়ে চলছে সবাই
স্বার্থ নিয়ে চলছে সবাই
ঝগড়া লড়াই হায় রে ,
শূন্য মনের তাপ গগনে
শূন্য মনের তাপ গগনে
শুকিয়ে সব’ই যায় রে।
সবাই দেখি বন্ধু খোঁজে
সবাই দেখি বন্ধু খোঁজে
বন্ধু নিয়েই জল্পনা,
কবি লেখেন কবিতা আর
কবি লেখেন কবিতা আর
করছি আমি কল্পনা ।।