কবি শঙ্খ ঘোষ স্মরণে
*কলমে হরিহর বৈদ্য*
………………………..
শঙ্খ আর বাজবে না কো
নতুন করে,
বিজয়ার ঘন্টা তারই এবারে
বাজলো ওরে!
করোনার নিষ্ঠুর ওই যমদূতের ই
আক্রমণে–
বিষাদের বজ্রপাতটা হানলো
যেন তাহার প্রাণে।
বাংলার সাহিত্য আলোকে
তিনি প্রতাপ প্রতিম কবি,
কবিতায় এঁকে গেছেন
হরেক রকম রঙিন ছবি।
বাংলাদেশের চাঁদপুরে তে
জন্ম যাহার,
প্রতিবাদে উঠতো বেজে
মনের ই শঙ্খ তাহার।
তার লেখা আমাদের দেখা হোক
মহামারী শেষে,
সেই মহামারীর কবলে তে
হারিয়ে গেল নিরুদ্দেশে।
জীবনে আর কখনো তার সাথে
দেখা নাহি হবে!
তবু মানবের হৃদয় জুড়ে–
সদাই বেঁচে রবে।।