লিখেছেন ভ্রাতৃপ্রতীম “দ্বীপ্তেন্দু ভট্টাচার্য্য”
*******************
নানান ধারার কবির মত
লিখতে আমি পারি না,
তবুও কে না লিখেও
থাকতে আমি পারি না!
শ্যামল বাবুর কথা আমি
না রেখে আজ পারি না,
সত্যি জানেন লিখতে আমি
কোন মতেই পারি না।
ভালবাসা কিম্বা ওই
বিপ্লব নিয়েও ভাবি না,
বাঙালি হওয়ার প্রথা মেনে
লিখতে তবু ছাড়িনা।
নানান ধারার কবির মত
লিখতে আমি পারি না,
লিখতে আমি পারি-না-পারি
হাল তবুও ছাড়িনা।
বাঙালি হওয়ার প্রথা মেনে
লিখতে তবু ছাড়িনা.. ..
*******************
নানান ধারার কবির মত
লিখতে আমি পারি না,
তবুও কে না লিখেও
থাকতে আমি পারি না!
শ্যামল বাবুর কথা আমি
না রেখে আজ পারি না,
সত্যি জানেন লিখতে আমি
কোন মতেই পারি না।
ভালবাসা কিম্বা ওই
বিপ্লব নিয়েও ভাবি না,
বাঙালি হওয়ার প্রথা মেনে
লিখতে তবু ছাড়িনা।
নানান ধারার কবির মত
লিখতে আমি পারি না,
লিখতে আমি পারি-না-পারি
হাল তবুও ছাড়িনা।
বাঙালি হওয়ার প্রথা মেনে
লিখতে তবু ছাড়িনা.. ..