Spread the love
অমোঘ নিয়ম

সুব্রত ভট্টাচার্য (ঋকতান)
**********************
তোমার নীল ছবিগুলো  আয়নার মাঝে
নিজস্বতার অনন্য বলে রূপসী হয়ে ওঠে
মধ্যঅন্ধকারে চাপ চাপ বাতাস আকাশ
ঘিরে রেখেছে, তোমার নৌকা জঠরে ।
কখনো হারিয়ে যাওয়া আকাশ ভরা তারা
আজও মনের গভীর প্রত্যয়ে জেগে উঠে
বারবার অদম্য নিঃস্বাস নিতে নিতে
অনিকেত শুন্যতা ছুঁয়েছে হিমানির স্রোতে ।
তোমার ঠোঁটে ঘন কুয়াশার ছ‍্যাকা
না -জানি কখন ছুটে যাবে কাল
মনলোভা এক -রঙিন সাতরঙা
অস্থির চিত্তে কামনার আগুনে দ্রোহকাল ।
বানে ভেসে আসা মাছেদের ঝাঁক
বোঝেনি তোমাকে,আমিও বেবাক
এ-এক রূপ কালের গতিতে
না-জানি কোন লজ্জায় ঘাট- প্রতিখাত।
জীবন কল্পনার নয় বোধের বৃক্ষে
সময়ের আলপথ ধরে ম্লান দেহমূলে
আমি চেয়েছি একটু ক্লান্তির শ্বাস নিতে
ভাব -তরঙ্গের সোহাগ রাত অশান্তর ঢেউ খেলে।
তুমি স্বয়ম্ভরা ,তোমার উষ্ণ আলিঙ্গনে
রাত্রির শেষে বদলে যায় চেনা ছবিখানি
অশান্ত সাগরের ঢেউ আঁছড়ে পড়ে বালুতটে
বে-সুরো কন্ঠে গানে ,সব ধুয়ে যায় এখুনি ।
তবুও কেমন যেন সব এলোমেলো
গোলাপ ছড়ানো বাগান উস্কোখুস্কো
ঝর্ণা দেখতে আসা পাথরের বুকে
সে-অনেক আগেকার কথা নিস্তব্ধ রাতের  গভীরে ।
স্মৃতির অলিন্দে সব বিলুপ্ত হয়ে যায়
চলার পথ মাড়িয়ে  বাঁকে বাঁকে
বারুদের স্তূপে দাঁড়িয়ে দেখেছি আমি
মৃত্যুর পদধ্বনি আসছে ঝাঁকে ঝাঁকে।।
——-–——————-💐💐💐—
কবিতা -অমোঘ নিয়ম ।।
কবি- সুব্রত ভট্টাচার্য(ঋক তান)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *