চাই
মো নিশাত হোসেন
আকাশ ছোয়া স্বপ্ন আমার,
পুরন করতে চাই।
কঠিন এই পৃথিবীকে,
অবাক করতে চাই।
উর্দ্ধে যাবার ইচ্ছে আমার,
পুরন করতে চাই
জগৎ মাঝে ক্ষুদ্রমনা,
উপরে তুলতে চাই।
মহান মানব সৃষ্টি করে,
শান্তি আনতে চাই।
বর্বর এই পৃথিবীকে,
স্বর্গ করতে চাই।
কূপ-মূক মানবকে আজ
সরল পথে আনতে চাই।
জ্ঞানের আলোয় সকলকে,
জাগিয়ে তুলতে চাই।
মানুষ মাঝে বিভেদ যত,
সমান করতে চাই।
আরব দুলাল স্বপ্ন তোমার,
পুরন করতে চাই।
সত্য দিয়ে পৃথিবীকে,
জাগিয়ে তুলতে চাই।
আকাশ ছোয়া স্বপ্ন আমার,
পুরন করতে চাই।
কঠিন এই পৃথিবীকে,
অবাক করতে চাই।
উর্দ্ধে যাবার ইচ্ছে আমার,
পুরন করতে চাই
জগৎ মাঝে ক্ষুদ্রমনা,
উপরে তুলতে চাই।
মহান মানব সৃষ্টি করে,
শান্তি আনতে চাই।
বর্বর এই পৃথিবীকে,
স্বর্গ করতে চাই।
কূপ-মূক মানবকে আজ
সরল পথে আনতে চাই।
জ্ঞানের আলোয় সকলকে,
জাগিয়ে তুলতে চাই।
মানুষ মাঝে বিভেদ যত,
সমান করতে চাই।
আরব দুলাল স্বপ্ন তোমার,
পুরন করতে চাই।
সত্য দিয়ে পৃথিবীকে,
জাগিয়ে তুলতে চাই।