“বড়দিনের প্রার্থনা”
*হারাধন ভট্টাচার্য্য*
"বড়দিনের প্রার্থনা"
নক্ষত্র আলোকে জন্ম নিয়ে
ধরায় এলেন দেবশিশু,
ক্ষমা-সুন্দর ভালোবাসায়
ধন্য তুমি প্রভু যিশু ।
না চিনলে হীরে মানিক
পাথর ভেবে ভুল করি,
মনের ভক্তি গভীর হলে
পাথর দিয়েই মূর্তি গড়ি ।
যুগে যুগে মানব রূপে
ধরায় আসেন ভগবান ।
জ্ঞানের আলো জ্বালিয়ে প্রাণে
মুক্ত করেন মন-প্রাণ।
আজ আলোয় আলোয় ভরা
চারিদিক গঞ্জ-শহর ।
‘বড়দিন’ উৎসব আনন্দ উচ্ছ্বাস
ভোগ বিলাসের বহর ।
প্রভু যিশু,তুমি বিশ্ব পিতা
সবার অন্তরে বিরাজ।
ক্ষমার ঐশ্বর্যে রাঙিয়ে দিয়ে
মানুষেরে ভালোবাসো আজও ।
মনের প্রদীপ খানি জ্বেলে
তোমার-ই মুখ পানে চাই ।
কি দুঃসহ লাঞ্ছনা, যন্ত্রণার
কোন চিহ্ন টুকু নাই ।
আজ তোমার শুভ জন্মদিনে
লহ প্রভু প্রণতি আমার ।
ধরনীর দুঃখ-ভার নিয়েছ যে তুমি,
এনেছ ভালোবাসার উপহার ।
**সমাপ্ত*