বোবা ঈশ্বর
মিলি দাস
মায়াঘুম থেকে জেগে উঠেছি শেষে
চলেছি এখন অমৃত অভিসারে ,
শুকনো খড়ে পড়েছে আলতা চিহ্ন
চাঁদ ভেসে যায় প্রবল ঘূর্ণিঝড়ে।
আঙুলে আঙুলে ঘষে হয় মহাসিন্ধু
বৃন্ত জুড়ে দীপ্ত অশ্রু স্নান,
বন্ধু ভেবে পাপড়ি দিয়েছো মেলে
প্রাজ্ঞ হতেই স্বরলিপি দেখে বুঝি
পৃষ্ঠা জুড়ে অবৈধ অভিমান।
আলো ছায়া ঘেরা সবুজ প্রেক্ষাপটে
ইশারায় জ্বলে রোদ্দুর অভিলাষ
শিশির স্নানে কুঁড়িগুলো ফুটে উঠলে
অবিশ্বাস্য সুখই সর্বনাশ।
দিগন্ত কাঁপিয়ে জোয়ারে উঠেছে ঢেউ
গোধূলি আলোয় মৃদু ছায়াপথ আসে
বিধবার মত রক্ত জমেছে মনে,
বোবা ঈশ্বর লীলাময়ী উদ্ভাসে।
১২.৫২
২০/০৭/২০২৩