ফাঁকি
✍️মায়া রায়✍️
যে মেয়েটা এসেছিল তোমার এ সংসারে
লাল চেলিতে নব বধূর বেশে,
উচিত বরণ হয়নি যে তার কেউ ছিলনা শুরু ও শেষে।
তোমার সংসারে মা ছাড়া আর কেউ ছিল না এসেছিল জেনে ,
সব অনাদর ,সব অনাচার তাই নতুন ভোরের আশায় নিয়েছিল মেনে।
তোমায় নিয়ে ভাববে কখন সময় ছিল ঘড়ির কাটায় বাঁধা, সংসারে ঘরে বাইরে সব ডিউটি করা
জীবন বীণায় ছিল তাহার সাঁধা।
তুমি ছিলে তার বিপরীত মেরু
ছলনায় তোমার ছিল জীবন ভরা ,
তার সহজ সরল সাদা মন কে
ফাঁকি দিতে বাঁধেনি তোমার, কি বিচিত্র বসুন্ধরা!
জানতে চাওনি কখনো তার ভালো-মন্দ সুখ-দুঃখের কথা, বাড়ির লোকের মোহে ছিলে বিভোর
তার কথা ভাবার সময় ছিল তোমার কোথা?
ফাঁকি দিয়ে কাটিয়ে দিলে সারা জীবন তাদের কথা শুনে,
শেষের দিনের কথা একবার দেখো নি যে গুণে।
এমনি করেই কাটিয়ে দিলে বাইশটি বছর
কোন কর্তব্য না করে না ভেবে আগে আগুপিছু,
যাদের নিয়ে ছিলে তুমি পরম সুখে
ফিরলে একদিন নিঃস্ব হয়ে হারিয়ে সবকিছু।
অবশেষে মহাকালের বীণায় উঠল বাজি
পরল ধরা সবার সব কারসাজি,
বিষের লক্ষণ ফুটে উঠল সারা গায়ে
ব্যর্থ হলো সব ডাক্তারি কবিরাজি।
—–@–মায়া—-।