“টেমসের পারে বসে ”
শোভা মন্ডল।
লন্ডন, ৪ঠা জুন ২০২২
ভেবেছিলাম— টেমসের পারে বসে লিখব অনেক কিছু ,
কিন্তু দেশ— আমার দেশ ছাড়ে না আমার পিছু ।
তবুও লিখতে হবে ব্রিটিশের কথা ,
পাচাত্তর বছর আগে ওরা কত রক্ত ঝরিয়ে , কত অমূল্য প্রাণ কেড়ে নিয়ে দিয়েছে প্রাণে ব্যথা ,
সে যে কতো বেদনার কথা , সেও কি ভোলা যায় !
তবুও ভুলতে হয় ।
তবে আজ আর সেই দিন নেই , বদলে গেছে সব ।
এখন ওরা– আমাদের সাথে মেলামেশা করে , খায় – দায় গল্প করে । তবুও মনের মধ্যে
কোথায় যেন রক্ত ঝরায় ।
আজ টেমসের পারে বসে দেখছিলাম বিগ বেন ,
সে যেন বলছে ডেকে এস এস আমি জানি ,এ তোমার শহীদ মিনার নয়, আমি বিগ বেন ,
আমার পাদদেশে , ভালোবেসে বস কিছুক্ষণ ।
‘ লন্ডন ব্রিজ ‘ বলছে— ওরে ভাই , এসো এসো তোমার গাড়ি চালিয়ে দাও আমার বক্ষদেশে ,
চুম্বন এঁকে দেবো গাড়ির চাকায় আমি ভালোবেসে ।
‘ লন্ডন আই ‘ ডাকছে আমায় এসো এসো ওগো বিদেশিনী , আমি তো তোমারে চিনি ,
আমার চোখেতে দেখে নাও আমার শহর ,
টেমসের বুকে দেখো কত ক্রুজ , কত ঢেউ কত লহরে লহর ।
ওগো বন্ধু ,ভুল কে ভুলে যাও ,
ভুলে যাও অতীত ,
ভেবে নাও এটাই তোমার গঙ্গা , রয়েছে কপালে তোমার তিলক চন্দন ,
এস , হাত বাড়িয়ে দাও , গড়ে তুলি আমরা মধুর ‘মৈত্রী বন্ধন ‘ ।