Spread the love

ওরে ওমিক্রন
*রীতাবসু*
—————
কে তুই  মহাঘাতক, ওমিক্রন  নামে
এলি পৃথিবীতে,
কোভিডের পরমাত্মীয়, সভ্যতাকে ধ্বংস  করার মতলব  মাথাতে?
সামনে বড়দিন, উৎসব আর  ছুটির  উন্মাদনা  দিকে দিকে,
সময় পেলিনা বাবা আমাদের  সব সাধ নষ্ট  করে  দিতে।
ব্রিটেনের  অবস্থা  কি সাংঘাতিক,
পার্টি, গেট টুগেদার , বার,রেস্তোরাঁ
সবই বন্ধ  হয়ে  যাচ্ছে,
তুলনায় ভারতএকটু ভয়হীন
এখনই ভয় না পেতে  বলছে।
আবার মাস্ক, স্যানিটাইজার সব
হাতের কাছে রাখো,
সবদিক  দেখে শুনে পথ চলতে শেখো।
মনে পড়ছে, শৈশবের কথা, কত
নিশ্চিন্তে  ছিলাম,
লেখা পড়া আর খেলা ধূলো নিয়ে  দিন গুলো  কাটাতাম।
এখন মনে  হচ্ছে শুধু সিন্ধু আর ইরাক সভ্যতার কথা,
সেভাবেই  কি হারিয়ে যাবে
আজকের এই  সুন্দর পৃথিবী টা?
বিজ্ঞান আর কাজ করবেনা, মানুষের  বুদ্ধিও শেষ,
নতুন ইতিহাস আসবে সত্যযুগে,
আমাদের খুঁজে পাবে মাটির  তলায়,,
হাড়গোড় আর কঙ্কাল সহযোগে।
পাপ,মহাপাপ, নোংরামি,আর চুরি, এসবের কি শাস্তি  হবেনা?
ওপর থেকে সব দেখছেন  যিনি
তাঁর  হাতের আমরা  সব খেলনা।
*************
লেখক পরিচিতি :
নাম : রীতা বসু
পিতা: সৌরেন ও মাতা রমা চট্টোপাধ্যায়। তিনি সাখাওয়াত মেমোরিয়াল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের  শিক্ষিকা হিসেবে দীর্ঘ ৩৪ বছর আনন্দের সাথে  কাজ করে  বর্তমানে  অবসরপ্রাপ্ত। লেখা  ও সাহিত্য  রচনার  প্রতি  তিনি চিরকালই  উত্সাহী ও তাই সুযোগ  পেলেই  কিছু  লেখালেখি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *