***** অমর কবি *****
ইব্রাহিম সেখ,রাজারামপুর, মুর্শিদাবাদ (পঃব)
******************************
দুই বাংলায় রবির কিরণ
রামধনু রঙ ছড়ায় দ্যুতি,
নোবেল জয়ী বিশ্বকবি
ভূবণ মাঝে ছড়ায় জ্যোতি।
শাপলা ফুলে দিঘির জলে
ঝলমলিয়ে কাব্য দুলে,
ধানের শীষে হিমের কণায়
কাব্য ছড়ায় হাজার ফুলে।
মৌমাছিরা রবির সুরে
সকাল-বিকাল গাইছে গান,
বরির লেখায় প্রেমের পরশ
সুরের ছোঁয়ায় জুড়ায় প্রাণ।
বঙ্গ কবি বিশ্ব রবি
বাংলা ভাষার রাজার-রাজ,
সৌম্য কান্তি অতুল্য রূপ
সন্ত তুমি বাসন্তী সাজ।
তোমার কাছে সবাই ঋণী
বর্তামানের সকল কবি,
বাংলা ভাষার কবি-র গুরু
হৃদ আকাশে সোনার রবি।
সালাম প্রণাম লও গো আমার
কাব্য-কলার যুবরাজ,
অমোঘ তোমার প্রেমের বাণী
বিশ্ব মাঝে জাগাও আজ।।
রচনাকাল (২৪ শে বৈশাখ ১৪২৯ সাল),