সুশান্ত মিত্র
দুখু হ’ল বিদ্রোহী
**********
সুশান্ত মিত্র
_____&&&&’____
চুরুলিয়ার দুখুমিয়া তোমার
রুখুমাটি জন্মস্থান
যুঝিয়া দারিদ্র্য হয়েছো নজরুল
অদম্য আপ্রাণ,
তোমার ঈশ্বর খেলে বিশ্ব লয়ে
গীতিতে বিষম অসীম
ঈশ্বরবাদে তবুও হেনেছো শ্লেষ
যেখানে লাঞ্ছিত হয়েছে দীন ,
মানবতাকে রেখেছো সবার উপরে
সরায়ে ধর্মফেজ
স্টাবকতার সাথে তীব্র বিরোধ
ঋজুতায় পূর্ণতেজ,
বিদ্রোহের যত ভাষা আছে
ক্রোধে বোধে বেগবতী
শব্দ প্রগলভ পদ্যে বেঁধেছো
বাণীদেবী সরস্বতী ,
সৃষ্টিসুখের মহাউল্লাসে ভেঙেছো
যত জীর্ণতা অনাচার
কবিতা কৃপাণে বিখন্ডিত করেছো
বিনয়ের ব্যাভিচার ,
চির অবনত ক্ষুদ্রেরে টানি
হাঁকিয়াছো “…বলবীর”
চাহিয়াছো গড়িতে বেহেশ্ত সেথায়
রাজ সত্য মস্তানীর ,
আবৃত্তি ও গানে বাঙালির প্রাণের
বাগিচায় বুলবুল
শাসকের অহং এ হয়নি নতশির
তিনি বিদ্রোহী নজরুল ।
আমার গানের নজরুল ।।