এই শীতের দুপুর বেলা
তোমায় খোঁজে কারা,
রোদের আমেজ মাখতে গায়
করছে শুধু ইসারা।
বলছে মেয়ে তোমায় চেনে
চায় সে যে আদর,
ভালোবেসে তাই ডাকছে কাছে
করছে তোমার কদর।
মিঠা রোদ লাগছে তার
তাই জাগছে মনে আশা,
ঠোঁটের মাঝে চাইছে সে
শুধু তোমার ভালোবাসা।
তোমায় পেলে তার মিটবে আশ
তুমি সবার ভোগে,
পোয়াতি মেয়ে চায় যে তোমায়
প্রতি যুগে যুগে।
জিভে স্বাদ আনে তার
খায় যতো বার,
নারী মুখে আনো জল
তুমি যে “আচার”।