জাগো 🌱সমাজ🌱
✍️শ্যামল অধিকারী✍️
স্বপ্নের ফেরিঘাট শূন্য,
মনের নৌকোয় বিষন্নতার অগ্নিস্নান।
মায়াবী প্রেমের পরশ,
সীমান্ত পেরিয়ে সুচারু হয়েছে।
ঘোমটার ঘোষণা নিরর্থক,
সব্বাই আজ ঘোমটা খুলে খেমটার নাচ নাচছে।।
সমাজ আজ হয়েছে আগ্নেয়গিরি,
আগ্নেয়গিরির লাভা ম্যাগমা স্বরুপ হৃদয়।
উত্তেজিত সমাজ অসভ্য -কলুষিত,
চরসের দুর্ভেদ্য আগুনে উন্মত্ত লাভা হয়েছে মমতা;
সমাজকে বর্বর করেছে।।
পৃথিবী একদিন মাটির পুতুল হবে,
পরবে মাথায় ঘোমটা।
পৃথিবী একদিন স্বপ্নে বাসা বাঁধবে,
খেমটার নাচ ছেড়ে সু-জাগরিত হবে সমাজ।।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});