আমাদের বিল্লী
✍️বীথিকা পড়ুয়া মহাপাত্র✍️
ভাবখানা যেন তার আমাদের বিল্লী
আহামরি কি বাহার এই যাবে দিল্লী
দশটার অফিসে তারও তাড়া ছুটবার
গম্ভীর মুখ করে মাথা নাড়ে বারবার ৷
বই আমি যেই খুলি মন দিয়ে পড়তে
তার উপরবসে পড়ে চায় না সে নড়তে স্বরলিপি গাই যদি হারমোনি বাজিয়ে
থাবা নেড়ে শেখায় সে ইনিয়ে বিনিয়ে ৷
আমাদের বাড়ি তার মন্ত্রীর মসনদ
পাত্তাই দেয় না ব্যাটা বড় পাঁজি বদ
নতুন বিছানা পেতে যেই ভাবি কি আরাম!
আমার বালিশে শুয়ে আগে থেকে সে হারাম!
পাতে বড় মুড়ো দেখে ঢুলুঢুলু আঁখি তার ,
সন্ন্যাসনেবে যেন আজ বা কি রোববার ৷
তাই দেখে আলগোছে যদি রাখো রান্না ,
শিকে ছিঁড়ে খেয়ে নিয়ে জুড়ে দেয় কান্না !