🌏একলা পৃথিবী🌏
🌼পুষ্পিতা চট্টোপাধ্যায়🌼
সেই সব কেমন যেন
ওলটপালট হয়ে যাচ্ছে
সারাদিন মুসমুসিয়ে বৃষ্টি!
সন্ধ্যার পর থেকেই
বিরহী কোকিল
অলক্ষ্যে এঁকে চলেছে
__ মনখারাপ আর মিলনসুরের খণ্ডচিত্র।
শ্রাবণ সন্ধ্যায় একি বসন্তের বেহায়া বার্তা?
ভাবতে গিয়ে আমিও
কেমন ঢিলে হয়ে যাচ্ছি
মন উচাটন, ভীষণরকম
আলগা হচ্ছে রাশ!
ভয় ভয় নিঃসঙ্গ বাতাসে
হারিয়ে যাবার চরম সংকেত !
আলগা হাতের মুঠিও আজ
বিভ্রান্ত হয়ে জড়িয়ে ধরতে চায় শক্ত অবলম্বন
তারপর আবার হেঁটে চলা
একলা পৃথিবী
রাতের কোলাহলে আজ কোনো তারা নেই
শুধুই নিঃসঙ্গতা ফিসফিস
বাদল ঝরে পড়ছে অবিরত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});