সুমন চক্রবর্তী
এগিয়ে চলছি আমি,
সভ্যতার মশাল জ্বেলে এগিয়ে চলছি,
প্রানপণে চেষ্টা করছি,আগুন টা জ্বালিয়ে রাখতে।
কিন্তু পারছি কই।
বারবার দমকা হাওয়া এসে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে।
দৌড়তে গিয়েও বারবার থেমে যাচ্ছি,
হারিয়ে যাচ্ছে আমার গতি।
আলোর অভাবে রক্তাক্ত আমার পা,
কখনও বা নিশাচরদের হামলা,
চেষ্টা চলছে ,মশাল নিভিয়ে দেবার।
রাষ্ট্র ও উদাসীন,কারণ রাষ্ট্র নেতারা মশালের উত্তাপ টুকু নেবে।
শুষে নেবে তার জ্বালানি টুকু,
মশাল নিভিয়ে শুরু হবে তাদের অন্ধকারের যাত্রা।
অন্ধকারের যাত্রী তারা।
মশাল জ্বালিয়ে রাখতে হবে।
জ্বালিয়ে রাখতে হবে তার লেলিহান শিখা।
মশালকে যে তাদের বড় ভয়।
তাই, ছুটছি জ্বলন্ত মশাল হাতে,
পৌঁছে দিতে হবে,শিশুটির হাতে।
এগিয়ে যাবার মন্ত্র তারাই জানে,তারাই মানে।