আশ্রয়
কলমে-বিশ্বজিত মুখার্জ্জী
যেও না হে নাথ;আরো বেলা আছে বাকি-
প্রে’মহৃদে দিয়ে গেলে জেনে বুঝে ফাঁকি।
পিয়াসী এ মনে জেগে কতশত ব্যথা,
ফাঁকি দিয়ে যাবে চলে নাই শুনে কথা!
ভালোমন্দে মুখোমুখি মিলেছি গোপনে,
উজাড় করেছি ব্যথা দোঁহে আলিঙ্গনে।
যাহা কিছু ছিল সব করিয়া উজাড়-
সপেছি তোমার পায়ে জীর্ণ অহঙ্কার।
তুমি প্রভু আমি তাই বসি পদতলে,
ভক্তিভাবে করি সেবা নয়নের জলে।
অনাথ করিয়া নাথ যেও না কো দূরে,
বেঁধে রেখো প্রে’মডোরে জন্ম জন্মান্তরে।
নাথ মনে তবু কেনো হাজার সংশয়?
পদতলে দিয়ো স্থান পরম আশ্রয়।
সমর্পিত করি প্রাণ জীবন মরণে-
সুখেদুখে ঠাঁই পায় ওই শ্রীচরণে।