Spread the love

আমার চোখে নজরুল
               ✍️সঞ্জয় সাহা                 
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

যার বাণী সুন্দরের ধ্যান,
                  স্তবগানই যার উপাসনা ও ধর্ম…
      যিনি কাব্যজগতের ধূমকেতু,
                হাতে অগ্নিবীণা আর রণতূর্য 
আছেন তিনি স -মহিমায় মানব হৃদয়েতে
এদিক ওদিক সবদিকেতে তাঁর যেন পাই ছোঁয়া
      বাতাসে ভেসে আসে আজ শিকল ছেঁড়ার গান 
মানুষের হৃদয়ে কিংবা দৃঢ়তা ও দূর্জয়ে,
          যৌবনের জয়ধ্বনি, চিরাচরিত প্রথানুগত
     ধ্যান -ধারণার নিষ্পেষণে পীড়িত মানবাত্মার প্রতিরূপে যিনি সর্বজন বর্ণিত…
            বাংলা কাব্যে বিদ্রোহী কবিরূপে l

আছেন সংগ্রামে, দেশপ্রেম ও অদম্য মনবলে
         আত্মত্যাগ, মনস্তাপে পাশেই আছেন তিনি,
আবেগমথিত মুহূর্তে হৃদয়ের
        স্বর্ণমঞ্জুষা থেকে আবির্ভুতা কাব্যলক্ষ্মী  |
       কেউ যদি আঘাত হানেন দেশে,
          তেমনি দৃঢ়কণ্ঠে বলে উঠেছেন,
           ”  করার ওই লৌহ কপাট
          ভেঙে ফেল কর রে লোপাট
     রক্ত জমাট শিকল পূজার পাষান বেদি  |”

বিদ্রোহের গান গেয়ে যাবেন যতদিন না সমাজে সাম্যের প্রতিষ্ঠা না ঘটে দেশে  |
মনের কোণে জড়িয়ে ধরেন মাকে ভালোবেসে |
সবাইকে তিনি ডাক দিয়েছেন,
               “তুমি বল আমি হায়
              ভালোবাসি মাটি মায়,
              চাই না ওই অলোকায়
               ভালো এই পথ ভূল |”
রণক্ষেত্ৰ সাজছে আবার রক্ত গোলাপ ফোটে|
           তাঁর কাছে পাই সংগ্রামী মন,
                               কান্ডারীরা  থাকে পাশে |

   শিখিয়ে দিলেন কেমন করে দেশকে ভালোবাসে |
   দেশবাসী আজ ভারাক্রান্ত, থামছে না তার ঢেউ |
    নজরুল  আছেন বুকের ভেতর,
     ভুলতে পারে না কেউ…
                “ভুল হয়ে গেছে বিলকুল,
           আর সব কিছু ভাগ হয়ে গেছে
                 ভাগ হয়নিকো নজরুল l”

“””””””””””””””””””””সমাপ্ত “””””””””””””””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *