🌱এক সাগর ভালোবাসা🌱
✍️আজাহার সেখ✍️
গা এলিয়ে বসে সমুদ্র সৈকত ,
সেদিন তোমার আমার দেখা।
হিমেল হাওয়ার মত কাছে আসো ,
শিরা উপশিরাতে মেশে কচি প্রেম।
বগ্লাহীন হরিণী চাহনি পাগল করে,
ফরাদ এ আমার আনকোরা ফরাদ ।
এক চিলতে রোদ হাসি ও সুগন্ধ মেখে,
তুমি প্রাণ বায়ুর চেনা লজ্জাবতী শিরিন ।
আমি চেয়েছিলাম বৃষ্টি ফোঁটা ভালোবাসা,
বিনিময়ে পেলাম হাজার বছর অবহেলা ।
দিনান্তে উড়ো চিঠি বিলায় অবিকল হাতে লেখা,
তোমাকে বলি শত সুরে ভালোবাসি ।
কি জানি কদিন দেখছি নেই অনুরাগ তোমার,
মিলাতে চাইছ না অতলস্পর্শ প্রেমে।
আমি হতে চেয়েছিলাম প্রণয় কান্ডারী,
ভেসে গেল অজান্তেই কোন স্রোতে ?
পর্ণমোচী বৃক্ষের অবশিষ্ট আজ ,
যা সপে শুভ্র বাতাস ও নোনা জলে।
যখন শিশির ভেজা চোখ স্ট্যাটাস,
সবার আগে লুফে নিতাম মুহূর্মুহূ ।
সব্বাই যা চাই তার চেয়ে কম,
জুটল না আনকোরা ফরাদ ।
যেমন ফুল শয্যাশায়ী হতে চাইনি,
হতে চেয়েছিলাম পাগলামী প্রেমিকা ।
মিথ্যাচার অভিযোগ পারলাম না
বেনামী কাগজে কলমে লিখেছি,
এক সাগর ভালোবাসা
পিরিত বিনা শূন্য মায়া জগৎ।