💀মারনরোগ💀
🌱🌱🌱🌱🌱🌱
✍️অর্ঘ্যদীপ সরদার✍️
মৃত্যু মিছিলে ছেয়ে গেছে এই মহাবিশ্ব,
দোষ? কাকে দেব, এতো আমাদেরই সৃষ্টি;
লাশ ভাসে নদী বেয়ে লাশ দেখি রাস্তায়,
এই পৃথিবীতে হায় ‘কে না বাঁচিতে চায়’।
সন্ধ্যা নামে ,বাজেনা শঙ্খধ্বনি,
শৃগালে-কুকুরে করে চিৎকার!
মহামারিতে কেড়েছে প্রান ৭০ হাজার, ‘অনাহারে’ আরও হারাবো কত?
কত নিলে তোমার মিটবে ঋন! জানিনা মিটবে ক্ষত।
মরুভূমি এই চোখে একফোঁটা জল বাকি নেই,
বুকফাটা যন্ত্রনায় বারে বারে কাঁদে যে বসুন্ধরা।
এ কি বিধান লিখলে প্রভু , লক্ষ লক্ষ পরিবার করলে ছারখার,
অন্তিমবেলায় একটুও দেখা না পেয়ে প্রিয়জনদের আজীবন হৃদয়বিদীর্ণ হাহাকার।।
– অর্ঘ্যদীপ সরদার
(নীলকান্ত)