Spread the love

চা

(হাসির  অণুগল্প)
✍️রাজকুমার সরকার✍️
—————————————-
দশের মেলাতে সকালবেলায় গল্প, আড্ডা ও খবরের কাগজটিতে একবার চোখ না বুলিয়ে চা খান না পঞ্চাননবাবু।
প্রতিদিনের প্রাথমিক কাজ। অবসরপ্রাপ্ত জীবনে বেশ আনন্দেই কাটান তিনি।দুটি ছেলে, একটি মেয়ে।বিয়ে দিয়েছেন সকলেরই ঠিক সময়েই…
ছোট ছেলে বৌ’মা ও নিজে গ্রামেই থাকেন।বাড়ির সবাই রসিক।হাসি ঠাট্টা রসিকতায় দিন কেটে যায় সকলের।গ্রামটির নাম তিলুড়ি।জেলা বাঁকুড়া।
গতপরশু খবরের কাগজ পড়তে পড়তে হঠাৎ মাথা ব্যথা হওয়ায় বাড়ি চলে এলেন।বৌ’মা বলে কি হয়েছে বাবা চলে এলেন?
মাথার যন্ত্রণা।ব্যথা ক্রমশ বাড়তে থাকলে বড় ছেলেকে খবর দেওয়া হয়।বড় ছেলে বার্নপুর থেকে সপরিবার চলে আসে।হাসপাতালে ভর্তি করা হয় তড়িঘড়ি।বেলা এগারোগায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি……



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রামের সকল মহিলারা বলতে থাকেন আজ উনি চা পর্যন্ত খেতে পাননি; পেপার পড়তে পড়তে…….
ছোট বৌ’মা সুর করে কেঁদে কেঁদে বলতে থাকেন বাবা আজ আপনি চা খান’নি যে?
আমাদের ছেড়ে চলে গেলেন? চা টা অন্তত খেয়ে যেতে পারতেন…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *