❤️অতৃপ্ত ভালোবাসা❤️
✍️হরিহর বৈদ্য✍️
****************
তুমি আমার সোনালী স্বপ্ন কবিতার রাজকন্যে,
তুমি নূতন ধানের সুবাসিত ঘ্রাণ যেন নবান্নে।
তুমি আদিম বন্য ভালোবাসা, গভীর অরন্যে-
তোমার প্রেমই আজও টানে মোরে সেই জন্যে।
তুমি হিমাচল হতে নেমে আসা ঝর্ণার কলোতান,
তব হাসিভরা গানে মোর হৃদয়ে সঞ্চিত হয় প্রাণ।
তুমি বেদুইন মেয়ের প্রেমজাল বোনা যেন এক উপাখ্যান,
বিনিময়ে যে চায়নি কখনো ভালোবাসার প্রতিদান।
তুমি উদার সুনীল আকাশে উদিত পূর্ণিমা চাঁদ সম,
উদভাসিত স্নিগ্ধ আলোতে ভরাও পৃথিবী মম।
তুমি অসীম সাগরের বুকে যেন দুরন্ত উচ্ছাস,
তুমি অবলা নারীর অব্যক্ত বেদন নির্মম ইতিহাস।
তুমি পাতাঝরা কোনো কালবৈশাখী কিংবা এযুগের আমফান,
তুমি গৃহ-হারাদের ক্রন্দনধ্বনি, বিপ্লবীর জয়গান।
তুমি একরাস প্রসফুটিত ফুলের সুগন্ধে ভরা বাতাস,
তুমি সোনালী আবির মাখানো কোন নূতন ভোরের আকাশ।
তুমি মুক্ত বিহঙ্গের গান গাওয়া ঠোঁটে মিষ্টি কুহুতান,
তুমি পৌষ-পারবনের সুস্বাদু যেন পিঠের-ই আঘ্রাণ।
তুমি শিতের রাতে সুখের আবেশে মধুর স্বপ্ন যেন,
বিদীর্ণ মনেতে মাঝে মাঝে এসে ধরা দিয়ে যাও কেন?
জানি তুমি ভুলতে পারনি আজও এই অধমেরে,
জাতের ঐ অজুহাত টুকু ভালোবাসা নিলো কেড়ে।
______________________________