Spread the love

হত্যা ”

কৌশিক গাঙ্গুলি

*****************
আর কতো রক্ত ঝরাবে ?
আর কতো স্বপ্নকে
হত্যা করবে ?
ধর্মের পবিত্র আঙ্গিনায়
সন্ত্রাসের বিভিষীকা কেনো ?
ভারসাম্যহীনতায় বেড়ে যায়
বোধহীনতার অসুখ ।
প্রতিবাদকে এতো ভয় , তাই
বুলেটবৃষ্টি অবিরত ।
তবু কবিতা লেখা হবে
গাওয়া হবে গান , শব্দ অক্ষরে
বজ্রপাত কাঁপিয়ে দিচ্ছে
বকধার্মিকদের পদচালনা ,
তাই প্রতিশোধ নাকি বা
আত্মরক্ষার যুদ্ধে রক্ত
ঝরে পড়ে বিবেকের ,
স্বপ্নকে নিখোঁজ করে পালিয়ে
যায় আততায়ীরা –
তবু শেষ হবেনা অন্ধকারের
সঙ্গে অক্ষরের লড়াই …
শব্দরা অমরত্ব পাবে ,
আর কতো রক্ত ঝরাবে ?
আর কতো স্বপ্নকে হত্যা
করবে তোমরা ?


কবি পরিচিতি:

কবি কৌশিক গাঙ্গুলির জন্ম ১৯৬৭ সালের ১৭ ই মার্চ। উত্তর ২৪পরগণা জেলার আড়িয়াদহে। সেখানেই তাঁর বসবাস। কলম যোদ্ধা এই কবি লেখালেখিতেই ডুবে থাকেন সবসময়। ১৬তম কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায়। ৫৫টি কবিতা ফোল্ডার এবং দুটি গদ্য ফোল্ডার গ্রন্থ প্রকাশিত হয়েছে। দুই হাজারের বেশি পত্রিকায় তাঁর লেখা ছাপা হয়েছে, হচ্ছেও। তিনি মূলতঃ কবিতাই লেখেন। দেশ সহ সব পত্রিকাতেই তিনি লিখেছেন বলা চলে। সব পত্রিকা লেখা এবং প্রকাশ কেই তিনি সমান গুরুত্ব দেন। কেবলমাত্র মানুষের ভালোবাসাই তাঁর কাছে চরম প্রাপ্তি এবং আকাঙ্ক্ষার বিষয়। তবে তাঁর জীবনে কোনো সহধর্মিনী নেই। একাকী কবিতা নিয়েই তাঁর যাপন এবং মানুষের ভালোবাসায় তাঁর পথচলা।
একসময় তিনি সংবাদপত্রে ও টিভিতে চুটিয়ে সাংবাদিকতা করতেন। তাও ছেড়ে দিয়েছেন মাতৃহারা মাতৃভক্ত প্রাকপৌঢ় এই কবি। সাংবাদিকতায় ডিগ্রিধারী এই মানুষটি চায়ের দোকানে বসে আর পাঁচটা মানুষের থেকে শিক্ষালাভটাকেই বাস্তব তথা প্রকৃত শিক্ষার্জন মনে করেন, সেক্ষেত্রে তাঁর কাছে প্রাতিষ্ঠানিক শিক্ষা মূল্যহীন মনে হয়েছে। তিনি এযাবৎ ২১টি পুরস্কার পেয়েছেন। বহুবার সংবর্ধিত হয়েছেন। ইংরেজি ও হিন্দিতে তাঁর লেখা অনুবাদ হয়েছে। সামাজিক ভ্রষ্টাচার রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে লেখালেখির জন্য তাকে অনেকের রোষানলেও পড়তে হয়ে থাকে। কোন রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের উপর তাঁর নির্ভরতা নেই। শারীরিক অসুস্থতা ও আর্থিক প্রতিকুলতাকে পাত্তা না দিয়েই লেখার কাজ করেই চলেছেন। তাঁর রচিত কবিতা চন্ডিগড় কলাকেন্দ্র এবং সর্বভারতীয় চারুকলা কেন্দ্রে আবৃত্তির পাঠ্যসূচীতে ছিল। কবি-কন্ঠে কবিতা পাঠের ক্যাসেট রয়েছে। মানবাধিকার কর্মী , কনজিউমার ফোরামের সদস্য তিনি। এছাড়াও সামাজিক নানান সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। নানান দৈনিক ও লিটল ম্যাগাজিনেম্যাগাজিনে কবির আলোচনা ও সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact for Advertisers, Readers and Writers : email: info@kabyapot.com Whatsapp: 8240042145