স্বেচ্ছা অন্ধত্ব
______________
প্রবীর কুমার গুহ
_______________
হে মূঢ়,
কতদিন আর লালন
করিবে______
অন্ধত্ব স্বেচ্ছায় ;
মৃত্যু মিছিলে ধরা ভেসে
যায় !
এবার সবাই হও ধ্যানস্থ,
মিছিমিছি নয়____
বাস্তব হোক এ মগ্নতার
আত্মদর্শন !
অনেক তো করেছো
সমাপন,
শুদ্ধ সূচি স্নান_____
যুগে যুগে করেছো তোলপাড় ,
গঙ্গা ও সাগর ;
কি মোক্ষ হলো লাভ,
অদৃশ্য পবিত্রতায় ;
একটু ভাবোনা দোহাই !
কই সে অধরা মুক্তির
ভোর, সমস্ত বিষ যন্ত্রণার ?
কত সাধু সঙ্গের স্পর্শ
নিলে তুমি_____
কে বলো তো হলো প্রকৃত
শুদ্ধ ;
সেই সাধু , গঙ্গা অথবা
সাগর____
নচেৎ তুমি ;
এবার দাও তার প্রমাণ !
সারাজীবনই পঙ্কিলতায়,
ঢেউ কেটে কেটে দিয়েছো
অসংখ্য ডুব সাঁতার ;
হুঁশ আজও ফেরেনি তবু,
জীবনের আষ্টেপৃষ্ঠে পুরু
আঁধার !
অলৌকিকেই হবে
মুহূর্তে পরিষ্কার____
যত নীচতার ভার !
আদতে এ কি যথার্থ
পুণ্যস্নান ?
সত্য লুকাবে কতদিন
তুমি______
শেষমেষ কেউ শুদ্ধ হয়না
আসলে;
না দূষিত গঙ্গা,
না বিষাক্ত সাগর,
না তুমি ,
না জন্মভূমি !
পাপ অক্ষয় সেই গোড়াতেই সবার_____
সুপ্ত মারণ বীজ হয়ে বেঁচে
থাকে অবোধ্য চেতনায় !