Spread the love

বিভাগ-কবিতা

শিরোনাম-স্বাধীনতার আসল মানে

কলমে-মোফাজ্জেল হক

স্বাধীনতার আসল মানে,

সবাই কি জানে!

যে মানুষটি রোজ সকালে ছোটে,

পরের ক্ষেতে, মজুরির আশে ,পেটের টানে,

জানবে সে কেমনে, স্বাধীনতার আসল মানে!

যে শ্রমিক রোজ ভোরে,

কারখানার ভেপু শোনে,

কাজে ছুটতে হবে বলে,

পারিবারিক দায়িত্ব পালনে,

জানবে সে কেমনে ,স্বাধীনতার আসল মানে!

যে মানুষটি রোজ সকালে,

ছোটে হোটেলে ,বেয়ারার কাজে,

বাড়ির লোকের  অন্ন যোগাতে,

জানবে সে কেমনে ,স্বাধীনতার আসল মানে!

যে ছেলেটি ভোর না হতে

ট্রেন ধরে, ফেরী করতে হবে বলে

রুটি রুজির সন্ধানে,

জানবে সে কেমনে ,স্বাধীনতার আসল মানে!

যে মেয়েটি সকাল হলে,

বেরিয়ে পড়ে ঝিয়ের কাজে ,পরের বাড়িতে,

দুমুঠো ভাত পেতে,

জানবে সে কেমনে ,স্বাধীনতার আসল মানে!

স্বাধীনতার আসল মানে তবে কে জানে!

স্বাধীনতার আসল মানে কেবল জানে

শিকল ছেঁড়া পাখি দুর আসমানে ।

আর জানে গ্রহ তারা ভাসে যারা আকাশে

কিম্বা পর্বত থেকে আগত ঝর্না নদী যা ছুটছে

সাগর পানে নিজের টানে।

*********************




Biology English Poem Poem অণুকবিতা অণুগল্প অনুগল্প আঞ্চলিক কবিতা আত্মজীবনী আবৃত্তি আলোচনা কবিতা কাছে পিঠে কিশোর কবিতা কুইজ গদ্য কবিতা গল্প গান গুচ্ছ কবিতা চিঠি চিত্রকলা ছড়া ছোট গল্প ধারাবাহিক নিবন্ধ নৃত্য পড়াশোনা প্রবন্ধ বসন্তের কবিতা বিজ্ঞপ্তি বিজ্ঞাপন ভ্রমণ কাহিনী মতামত মাসিক মে দিবস রম্যরচনা শিশু নৃত্যশিল্পী সঙ্গীত সনেট সমালোচনা সম্পাদকের কবিতা সম্পাদকের কলম সম্পাদকের কলমে সাহিত্য সংবাদ সূচিপত্র স্মৃতির স্মরণিকা

নিয়মিত যুক্ত থাকার জন্য

[newsletter_form type=”minimal”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *