স্বপ্ন পরীর দেশে
– বাউল কবি
ঘুমের দেশে স্বপ্ন পরী
অনায়াসে বেড়ায় ঘুরি,
কি সুন্দর দেখতে তাকে
আপন তনু সাজিয়ে রাখে।
বাহারী সাজ পরিপাটি
হাতে মরণ জীয়নকাঠি,
হাসি খুশীর লুটোপুটি
সকল পরী বেড়ায় জুটি।
রুপসাগরে স্নান করে
আনন্দে জল কেলি খেলে,
ছিটায় জল জলবিহারে
হর্ষে আকাশ ফেটে পড়ে।
পুষ্পবনে কত খেলা
মন জুড়ানো মধুর লীলা,
পুষ্প চয়ন গাঁথা মালা
পরায় একে অন্যের গলা।
খুশীর ডানায় আকাশ উড়ে
বিশ্বভুবন বেড়ায় ঘুরে,
ইচ্ছাখুশী সাথি মানে
পরীর দেশে মানুষ এনে।
কেহ যদি তার বশ মানে
ভরিয়ে দেয় মনে প্রাণে,
রাশি রাশি ধন দৌলত
মনি মুক্ত হীরে জহরত।
সব্ই পাবে অনায়াসে
থাকতে হবে পরীর দেশে,
মরণ কাঠি ছোঁয়ায় যারে
পরীর ইচ্ছায় ঘুমিয়ে মরে।
জীয়ন কাঠি ছোঁয়ায় যখন
মানুষ পায় জীবন তখন,
তার ইচ্ছায় জীবন মরণ
পরীর ইচ্ছা তাহার মন।
স্বপ্নপুরীর কত লীলা
স্বপ্নে দেখি রাতের বেলা,
স্মৃতি মাঝে অমর স্মৃতি
স্বপ্ন মধুর ছেলেবেলা।