শিরোনাম-সৌভ্রাতৃত্ব।
কলমে-বনবীথি ব্যানার্জী।
ভাতৃদ্বিতীয়ার দিনটা দুর্লভ এক দিন,
শুধতে পারি সেদিন আমি, ভায়ের কাছে
আছে,আমার মধুর যত ঋণ,
ঘরে ঘরে পালিত হয়,উৎসবের এই দিন,
হতে পারে বিত্তশালী অথবা এক দীণ।
আগে থেকেই উৎসবের এই প্রস্তুতিটা ধরে,
মাছ,মাংস,মিষ্টি কেনা চলছে ঘরে ঘরে,
প্রয়োজনীয় দ্রব্য সকল লাফিয়ে বাড়ে দরে।
ছেলেবেলায় সারাদিনই ভায়ের সাথে,
মারামারি,খুনসুটি আর ঝগড়া,
পরস্পরই দিতে থাকি এ ওর কাজে
বাগড়া,
যেদিন থেকে ভাইটা আমার লেখাপড়ার
শেষে,
চাকরি নিয়ে চলে গেল অন্য আর একদেশে,
(সেদিন থেকেই)জীবন থেকে হারিয়ে গেল
অনন্য সব দিন,
একই সাথে কাটিয়ে ছিলেম ছেলেবেলার
দিন,
এখন সে সব মণিকোঠায়, কাটছে মোদের
দিন।
পৃথক পৃথক জীবন বৃত্তে ঘুরছি আমি,ভাই,
স্বীকার করতে দ্বিধা কোথায়?
আমার ভাইকে আমি আবার আগের মতো
ই চাই।
অন্তরে মোর ভ্রাতৃপ্রদীপ,জ্বলছে আজও
সদাই,
স্নেহের দিয়া অন্তরে মোর,
পেরিয়ে চলি,আমরা সকল বাধাই।
যমের দোরে পড়ুক কাঁটা,
সকল ভ্রাতৃ ললাটে থাক দীপ্ত জয়ের,
ফোঁটা
পবিত্র এই দিনটা থাকুক,বন্ধনে হোক দৃঢ়,
ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক,প্রেমের ভূবন গড়,
সনাতন এই ভারত চেতনা, দিশাটুকু তুলে ধর।
*****************