আজ পয়লা এপ্রিল তাই এই লেখাটি দিয়েই আমি সকলকে জানাই ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ,এখন করোনা নিয়ে দেশের যা অবস্থা আমরা জানি না কবে এই মহামারীর প্রকোপ থেকে আমরা উদ্ধার হব ।তবু তার মধ্যেই আমাদের সবার এই সাহিত্য যাপন । মন টা একটু হলেও ভালোলাগায় ভরিয়ে তুলছে,এটুকুই বা কম কি?তাই আজ আমার কলমে
আমার এপ্রিল ফুল.. …
সকাল থেকেই মনটা আনচান করছিলো.. আজ এপ্রিল ফুল.. কিছু একটা লিখতে খুব ইচ্ছে করছিলো.. কিন্তু একদম সময় পাই নি সারাদিন ..এখন ছাদে বসে হঠাৎ মনে পড়লো ছোট বেলার একটা দুস্টুমির কথা আজ তোমাদের লিখেই ফেলি …😆😆
সেই দিনটাও ছিল এমন ই 1 লা এপ্রিল ..আমরা ছোট বেলায় পেনের সিস্ খুলে অন্য বই দিয়ে বন্ধুদের সাথে এই এপ্রিল ফুল.. করতাম ..একটু বড়ো হতে আর একটু অন্য রখম ফুল.. করতে শুরু করলাম ..যাই হোক.. তখন আমি ক্লাস এইট ..এখন কার মতো এতো টা না হলেও সবে ডানা মেলে উড়তে শিখছি ..আমাদের পাড়ার ই এক ছেলে ধরো ছেলেটার নাম রকি (আসল নাম গুলো কিন্তু বলা যাবে না )আর মেয়েটার নাম. দোলা ..ওরা .কেউ কারুকে সহ্য করতে পারে না ..কেন যে ওদের এমন ঝগড়া জানতাম ও না আমরা ..আমি ওদের দুজনকেই মিথ্যে করে বলেছিলাম তোকে একজন ভালোবাসে ..এটা কিছুই নয় ..একটা মজা করবো বন্ধুরা মিলে…এটাই উদ্দেশ্য .. ..তো আমি ওই মেয়ে টিকে আর ছেলে টিকে ইচ্ছে করেই সেদিন ঠকাবো বলে বলেছি বাঁধের ধারে সন্ধে বেলা দেখা করবি …তোকে একজন ভালোবাসার কথা বলবে .. ..আমি আর আমার আর এক বন্ধু দুজনে এপ্রিল ফুল.. করবো বলে আগে থেকেই বসে আছি .ক্লাবের রকে …জানি এলেই খুব হাসাহাসি হবে ..যাই হোক.. দেখি আসতে আসতে দোলা যাচ্ছে বাঁধের দিকে …খুব মজা হচ্ছে ওকে দেখে ..মনে মনে ভাবছি ..যা যা গাধা …বুঝবি ..😄😄আমরা দুই বন্ধু মানে আমি আর রিনি যারা ঠিক করেছিলাম ওদের ঠকাবো ..দুজনে চোখে চোখে খুব হাসছি …তার পিছনেই দেখি রকি সাইকেল নিয়ে যাচ্ছেন …আমরাও পিছনে পিছনে একটু দূরত্বে যাচ্ছি ..কি হয় ..কি করে ওরা …
ও বাবা ..দেখি দুজনেই অনর্গল বক্তৃতা দিচ্ছেন ..আমরা কিছুই বুঝতে পারছি না ..এতক্ষন তো দুজনের ঝগড়া লেগে যাবার কথা ..আর একটু কাছে এগিয়ে গেলাম ব্যাপার টা বোঝার জন্য ..
ও বাবাএতো দেখি একদম প্রেমে গদ গদ …কোথায় ঝগড়া ??খানিক টা শুনে উপলব্ধি করলাম ..ওরা দুজনেই দুজনকে ভালোবাসে ..কেউ কাউকে বলতে পারে নি ..আমাদের তো মাথায় হাত …😱😱তাহলে এতো যে ঝগড়া ??শুনলাম ওটাও নাকি ভালোবাসার আর এক নমুনা ..এমন নমুনা ??আমি আর রিনি ..নিজেরাই এপ্রিল. ফুল.. হয়ে বোকা বোনে গাধা সেজে ভাঙা মন নিয়ে চুপি চুপি বাড়ির পথ ধরেছিলাম …ওদের কাবাব মে হাড্ডি হই নি আর …বাড়ি আসতে আসতে শপথ করেছিলাম …এপ্রিল ফুল.. …???তোবা তওবা কখনো নয় …কাউকে নয় …কোনোদিন নয় ….
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . সোনালী . . . .